Rules & Regulation

বিসমিল্লাহির রাহমানির রাহিম
লাইব্রেরী ব্যবহারের নিয়মাবলী

১. লাইব্রেরী সরকারি ছুটি /অন্যান্য ছুটি ও জুম্মাবার ব্যতীত প্রতিদিন সকাল ৮:০০ টা হতে বিকাল
৫:০০ টা পর্যন্ত খোলা থাকবে।
২. রিডিং রুম প্রতিদিন সকাল ৮:০০ টা হতে রাত্রি ৮:০০ টা পর্যন্ত খোলা থাকবে।
৩. লাইব্রেরী কার্ড ব্যতীত ছাত্র-ছাত্রীদের লাইব্রেরী ব্যবহার নিষিদ্ধ।
৪. লাইব্রেরীর অভ্যন্তরে মোবাইল, সাউন্ড সম্পৃক্ত যন্ত্রপাতি ব্যবহার নিষিদ্ধ।
৫. লাইব্রেরীর বই সামগ্রী শুধুমাত্র পাঠককক্ষে/টেবিলে ব্যবহারের জন্য প্রযোজ্য।
৬. লাইব্রেরীতে উচ্চ স্বরে কথা বলা, আলোচনা ও গল্প করা নিষেধ ।
৭. লাইব্রেরীতে যেকোনো ধরনের আহার নিষিদ্ধ।
৮. লাইব্রেরীতে ব্যক্তিগত কাজ নিষিদ্ধ (ব্যবহারকারীদের জন্য)।
৯. দুপুর ১.১০ টা থেকে একটা ১.৪০টা পর্যন্ত নামাজের জন্য বিরতি থাকবে।
১০. লাইব্রেরী বন্ধ হবার ১৫ মিনিট পূর্বে কোন বই ইস্যু করা হবে না।
১১. একজন ব্যবহারকারী একক সময়ে সর্বোচ্চ ০১টি বই ব্যবহার করতে পারবে তবে অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে বিষয়টি পুনঃবিবেচনা করা হবে।
১২. শুধুমাত্র লাইব্রেরী কার্ডের মাধ্যমে লাইব্রেরী ব্যবহারের সুযোগ থাকবে।
১৩. লাইব্রেরী সংক্রান্ত যেকোনো পরামর্শ/অভিযোগ লিখিতভাবে লাইব্রেরিয়ানকে জানাতে হবে।

                                                                                                 * দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো (আল- হাদিস) *

লাইব্রেরী কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য

১। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ লাইব্রেরীয়ানের নিকট আবেদনপত্র দাখিল করতে হবে।

২। কাগজপত্র যাচাই বাছাই এর পর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি (এ্যাপ্রোন সহ) লাইব্রেরী কার্ড সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে লাইব্রেরীতে জমা দিতে হবে।

৩। লাইব্রেরীয়ান এবং কর্তৃপক্ষের স্বাক্ষর সম্পন্ন হবার পর লাইব্রেরী কার্ড ব্যবহারযোগ্য বলে বিবেচিত হবে।

৪। কার্ড হারিয়ে গেলে/ নষ্ট হয়ে গেলে পুনরায় ১০০ টাকা একাউন্টস-এ জমা দিয়ে রশিদ এবং ১ টি সফট কপি পার্সপোট সাইজ ছবি লাইব্রেরীতে জমাদান সাপেক্ষে নতুন লাইব্রেরী কার্ড সংগ্রহ করা যাবে।

৫। লাইব্রেরী কার্ডের মেয়াদ হবে সর্বোচ্চ ১ বছর। মেয়াদ শেষে ১০০ টাকা একাউন্টস্ এ জমা দিলে পুনরায় নতুন কার্ড ইস্যু করা হবে।

৬ । লাইব্রেরী কার্ড কোনক্রমেই হস্তান্তরযোগ্য নয়।

বাড়ীতে বই ইস্যু করা:
(এই নিয়মটি শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রযোজ্য)

১। লেকচারার পদমর্যাদার একজন শিক্ষক সর্বোচ্চ ০৩টি টেক্সট বই/ সামগ্রী ০৭ দিনের জন্য ইস্যু করতে পারবেন। একই সময়ে অন্য কোন বই/ সামগ্রী ইস্যু করার প্রয়োজন হলে পূর্বের ইস্যুকৃত সমসংখ্যক বই/ সামগ্রী ফেরত দিয়ে নতুন করে ইস্যু করা যেতে পারে।

২। সহকারী/ সহযোগী প্রফেসর পদমর্যাদার একজন শিক্ষক সর্বোচ্চ ০৫টি টেক্সট বই/ সামগ্রী ১৫ দিনের জন্য ইস্যু করতে পারবেন। একই সময়ে অন্য কোন বই/ সামগ্রী ইস্যু করার প্রয়োজন হলে পূর্বের ইস্যুকৃত সমসংখ্যক বই/ সামগ্রী ফেরত দিয়ে নতুন করে ইস্যু করা যেতে পারে।

৩। প্রফেসর/ বিভাগীয় প্রধান/ বিভাগীয় ইনচার্জ পদমর্যাদার একজন শিক্ষক সর্বোচ্চ ০৭টি টেস্ট বই/ সামগ্রী ০১
মাসের জন্য ইস্যু করতে পারবেন। একই সময়ে অন্য কোন বই/ সামগ্রী ইস্যু করার প্রয়োজন হলে পূর্বের ইস্যুকৃত সমসংখ্যাক বই/ সামগ্রী ফেরত দিয়ে নতুন করে ইস্যু করা যেতে পারে।

৪। স্লিপের মাধ্যমে কোন বই/ সামগ্রী সরবরাহ পদ্ধতি সংরক্ষিত। শুধুমাত্র বিভাগীয় প্রধান/ প্রফেসর পদমর্যাদার
শিক্ষকগণ বিশেষ সময়ে এই সুবিধা পেতে পারেন।

৫। কোন বই/ সমাগ্রী হারিয়ে গেলে তা নির্দিষ্ট সময় পার হবার তৃতীয় দিনের মধ্যে নিজ দায়িত্বে ফেরত দিতে
হবে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।

* সর্বোত্তম সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর *
নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য

১। লাইব্রেরীর বই বা অন্যান্য সামগ্রী হারিয়ে গেলে/ নষ্ট হলে :

  • ক) নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ বই/ অন্যান্য সামগ্রী জমা দেয়ার অফিস সময়ের মধ্যেই তা লাইব্রেরীয়ানকে     জানাতে হবে।
  • খ) পরবর্তী ০২ দিনের মধ্যে একই সামগ্রী লাইব্রেরীতে জমা দিতে হবে। অথবা,
  • গ) ০২ দিনের মধ্যে উক্ত বই/ সামগ্রীর দ্বিগুণ মূল্য জমা দিতে হবে।
  • ঘ) তৃতীয় দিন থেকে ১০ টাকা হারে জরিমানা দিতে হবে এবং উক্ত বই/ সামগ্রীর দ্বিগুণ মূল্য আদায় করা    হবে।

২। লাইব্রেরী ব্যবহারকারীর মাধ্যমে লাইব্রেরীর বই/ সামগ্রীর ক্ষতি সাধিত হলে :

  • ক) লাইব্রেরীয়ান উল্লেখিত ক্ষতির বিবরণ স্বাপেক্ষে ২০-৩০ টাকা জরিমানা আদায় করতে পারবেন।                                   
  • খ) ক্ষতির পরিমাণ বেশী হলে বা জরিমানা ৩০ টাকার উর্ধ্বে করার প্রয়োজন হলে প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে তা নির্ধারণ করবেন।

৩। লাইব্রেরীতে যদি কোন ব্যবহারকারী/ ব্যবহারকারীগণ ঔদ্ধত আচরণ প্রকাশ করে, উচ্চস্বরে কথা বলা অব্যাহত রাখে/ আলোচনা / গল্প/ ঝগড়া অব্যাহত রাখে তাহলে সংশ্লিষ্ট ব্যবহারকারীর/ ব্যবহারকারীদের বিরুদ্ধে-

  • ক) আর্থিক জরিমানা ২০ থেকে ৩০ টাকা হারে আদায় করা হবে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
  • খ) কোন একক বা একাধিক ব্যবহারকারী যদি অব্যাহতভাবে এই নিয়ম ভঙ্গ করার চেষ্টা করে তাহলে অধ্যক্ষ/ প্রশাসনিক কর্মকর্তার সাহেবের সাথে আলোচনা স্বাপেক্ষে তার/ তাদের অভিভাবক/ অভিভাবকগণকে বিষয়টি অবহিত করা হবে।

৪। লাইব্রেব্রী সম্পূর্ণরূপে আর্থিক লেনদেনমুক্ত। সকল আর্থিক লেনদেন হিসাব বিভাগে সম্পন্ন হবে।